আফজাল হোসেনের পরিচালনায় কোনালের গান ভিডিও

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ছোটকাকু’ পরিচালনা করেন আরেক দেশ বরেণ্য অভিনেতা নির্দেশক আফজাল হোসেন। ‘ছোটকাকু’র প্রায় সবগুলো পর্বই জনপ্রিয় দর্শক মহলে।
প্রচার হওয়া একাধিক সিরিজের মধ্যে একটি হচ্ছে ‘বকা খেয়ে বগুড়ায়’। যেখানে গানের মানুষ হলেও অভিনয় করেছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মুকুট বিজয়ী কোনাল। সঙ্গে দুটি গানও গেয়েছিলেন তিনি। সেখান থেকে আফজাল হোসেনের পরিচালনায় কোনালের একটি গান ভিডিও প্রকাশ হয়েছে বুধবার। যে গানটির সুর সংগীত আরেক জনপ্রিয় তারকা বাপ্পা মজুমদারের, লিখেছিলেন লিটন ঘোষ জয়।
কোনাল জানান, জোসনা শিরোনামের এ গানটি ছিল তার প্রথম অ্যালবাম কোনাল’স জাদু-তে। কোনাল মনে করেন, দেশের সংস্কৃতি অঙ্গনের সম্পদ আফজাল হোসেন। তার নির্দেশনায় কাজ করতে পারাটা অর্জনের বিষয়।

পূর্ববর্তী নিবন্ধগোপনে কে আসে আপনার ফেসবুক প্রোফাইলে জেনে নিন
পরবর্তী নিবন্ধঅন্যের গানের মডেল প্রতীক হাসান