আফছারুল আমীনের রোগ মুক্তি কামনায় নগর আ. লীগের দোয়া মাহফিল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন এমপির রোগ মুক্তি কামনায় গতকাল মঙ্গলবার বাদ আসর লালদীঘি সিটি কর্পোরেশন জামে মসজিদে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, মহানগর আওয়ামী লীগ নেতা ডা. মো. আফছারুল আমীন একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি অনেক জনকল্যাণমুখী কাজ করেছেন এবং দলের নীতি ও আদর্শ বাস্তবায়নেও সচেষ্ট ছিলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ডা. মো. আফছারুল আমীন এমপি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একজন সাহসী নেতা। তিনি তার নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের আস্থাভাজন এবং জনপ্রিয় একজন নেতা। দলের যেকোন সংকটে আমরা সব সময় তাকে কাছে পাই। তিনি সংসদে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় সব সময় সোচ্চার থাকেন। তার মতো নেতা আমাদের আস্থা ও ভরসার প্রতীক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, মাহবুবুল হক মিয়া, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, আবুল মনছুর, আহমদ ইলিয়াছ, সাইফুদ্দিন খালেদ বাহার, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, সিদ্দিক আলম, মমিনুল হক, সুলতান আহমদ, আবু তাহের, হাজী মো. ইলিয়াছ, রেজাউল করিম কায়সার, ডা. মো. আফছারুল আমীনের সন্তান ফয়সাল আমীন, ডা. মাহিন আমীন প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. হারুনুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসূর্যের ‘কাছাকাছি’ ধূমকেতুতে পানির খোঁজ দিল জেমস ওয়েব
পরবর্তী নিবন্ধচুয়েটের ১২৯তম সিন্ডিকেট সভা