আফগান সীমান্তে ৩০ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পাকিস্তান সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা গত তিন দিনে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করা ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। এর আগে গত সপ্তাহে একই সীমান্ত এলাকায় একটি আত্মঘাতী হামলায় ১৬ জন সৈন্য নিহত হয়। খবর বাসসের।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সেনাবাহিনী অসাধারণ পেশাদারিত্ব, সতর্কতা ও প্রস্তুতির পরিচয় দিয়েছে এবং একটি বড় বিপর্যয় রোধ করেছে।’ বিবৃতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাহসানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা
পরবর্তী নিবন্ধজাতিসংঘের সমালোচনার পর ৯৩ শিশু সেনাকে অব্যাহতি দেওয়ার কথা জানাল মিয়ানমার জান্তা