আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

| শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একটি যুদ্ধবিরতি চলার মধ্যেই গতকাল শুক্রবার এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ সমপ্রতি সীমান্তে তুমুল যুদ্ধে জড়িয়েছিল। সংঘর্ষের মধ্যে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলাও চালায়। এই সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত ও শতাধিক আহত হওয়ার পর এক সময়কার মিত্র দুই দেশ ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শেষ হওয়ার কথা। উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর এক ক্যাম্পে শুক্রবার জঙ্গিদের আত্মঘাতী হামলায় ওই সাত সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর ৫ কর্মকর্তা নিশ্চিত করেছেন। হামলাকারী এক জঙ্গি একটি বিস্ফোরকবোঝাই যান নিয়ে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহৃত একটি দুর্গের সীমানা দেয়ালে ধাক্কা দেন, ক্যাম্পের ভেতরে ঢোকার চেষ্টা করা বাকি দুই জঙ্গি গুলিতে নিহত হয়েছে, বলেছেন তারা। এ প্রসঙ্গে রয়টার্স মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তারা পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে সাড়া পায়নি।

পূর্ববর্তী নিবন্ধমারধর করেছে ইসরায়েলি কারারক্ষীরা, অভিযোগ ছেলের
পরবর্তী নিবন্ধপ্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কানছা শেরপার মৃত্যু