আফগানিস্তান, পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত, জানাল তুরস্ক

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

ইস্তাম্বুলে বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান তাদের মধ্যকার যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে বলে জানিয়েছে তুরস্ক। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বাজে সীমান্ত সংঘাতের পর এ যুদ্ধবিরতি চলছে। কাতার ও তুরস্ক এ দুই পক্ষের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে। সীমান্তে তুমুল সংঘাতের পর গত ১৯ অক্টোবর থেকে পাকিস্তান ও আফগানস্তিানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ২০২১ সালে তালেবান ফের কাবুলের ক্ষমতা নেওয়ার পর চলতি মাসে দুই দেশের মধ্যে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী এ সংঘর্ষে পাকিস্তানি বিমান হামলার পর আফগানিস্তানের পাল্টা গুলি, এবং এসবের প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ হতেও দেখা গেছে। খবর বিডিনিউজের।

শান্তি বজায় রাখতে ও যুদ্ধবিরতি লঙ্ঘনকারী পক্ষের ওপর জরিমানা আরোপে একটি পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া প্রতিষ্ঠায় সব পক্ষ সম্মত হয়েছে, ২৫ থেকে ৩০ অক্টোবরের আলোচনা নিয়ে বলেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া কী করে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬ নভেম্বর ফের ইস্তাম্বুলে বৈঠক হবে। দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় পক্ষকে সহযোগিতা করতে কাতার ও তুরস্ক প্রস্তুত রয়েছে, বলেছে তুর্কি মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধযৌন কেলেঙ্কারিতে রাজার ভাই, হারাচ্ছেন ‘প্রিন্স’ উপাধিসহ যত সুবিধা
পরবর্তী নিবন্ধচীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান