আফগানিস্তান থেকে একধাপ পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান দল। চট্টগ্রামের মাটিতে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে রেখেছে আফগানরা। যদিও এই সিরিজ জয় সহজে হয়নি বলে মনে করেন আফগানিস্তানের পেস বোলিং কোচ হামিদ হাসান।সংবাদ সম্মেলন করতে এসে হামিদ গতকাল সোমবার বলেন, ‘তাদের সহজে হারাইনি। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করতে হয়েছে এবং এভাবেই আমরা তৈরি হয়েছি।’

হামিদ বলেন, ‘আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাদের চেয়ে সম্ভবত এক ধাপ এগিয়ে ছিলাম আমরা। এ কারণেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।’ হামিদ অবশ্য এটা মানছেন যে টাইগারদের ঘরের মাটিতে হারানো কঠিন, ‘বাংলাদেশকে তাদের মাটিতে হারানো আমার মনে হয় না সহজ কাজ। কিন্তু এর পেছনেও আমরা অনেক কাজ করেছি। আমরা প্রতিদিন ৫৬ ঘণ্টা অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাউকে হারাতে পারবেন।’

পূর্ববর্তী নিবন্ধস্টোকস বললেন ইংল্যান্ডের মাত্র শুরু হলো
পরবর্তী নিবন্ধআফগান স্পিন আক্রমণকে বিশ্বসেরা বলছেন বাংলাদেশের সহকারী কোচ