আফগানিস্তান থেকে আসা বিপুল হেরোইন ভারতে জব্দ

| বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

ভারতের গুজরাট রাজ্যের মান্দ্রা বন্দর থেকে ২৭০ কোটি মার্কিন ডলার মূল্যের প্রায় তিন টন হেরোইন জব্দ করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)। এইসব মাদকের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য এখনও ফরেনসিক পরীক্ষা চলছে বলে বিবিসি কে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে। আফগানিস্তান থেকে আনা এসব মাদক প্রথম ইরানে পাঠানো হয়। সেখান থেকেই তা গুজরাটের মান্দ্রা বন্দরে পৌঁছায়। অর্থের দিক থেকে এটিই ভারতে মাদকের সবচেয়ে বড় চালান বলে ধারণা করা হচ্ছে। ডিআরআই জানায়, আফগানিস্তান থেকে ইরানের বন্দর আব্বাসের মাধ্যমে মাদকের এই চালান গুজরাটে পাঠানো হয়েছিল। অন্ধ্র প্রদেশের বিজয়ওয়ারা জেলার একটি ট্রেডিং কোম্পানি এই মাদক আমদানি করছিল। ট্যালক পাথরের আড়ালে মাদকের এই বিপুল চালান ভারতে ঢোকে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় টিকা বিরোধী বিক্ষোভে সহিংসতা
পরবর্তী নিবন্ধতৃতীয়বারের মতো ট্রুডো আবারও ক্ষমতায়