আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে হড়কা বানের এক ঘটনায় দুই পরিবারের অন্তত ২১ জন সদস্যের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মাতিন কানি জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।
রয়টার্স জানায়, পরিবারগুলো মঙ্গলবার পুষ্টকোহ জেলার কোজার গ্রামে পিকনিকে গিয়েছিল। সেখানেই হড়কা বানের শিকার হন তারা। কানি জানিয়েছেন, তারা একটি পর্বতে ওঠার সময় ঝড় ও ভারি শিলাবৃষ্টির মধ্যে পড়ে যান। গত বছর আফগানিস্তানের উত্তরাঞ্চলে হড়কা বানে ৩১৫ জনের মৃত্যু হয় এবং ১৬০০ জনেরও বেশি আহত হন।