আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে নারী সাংবাদিক নিহত

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক নারী সাংবাদিক ও তার গাড়িচালক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মালালা মেইবন্দ নামের ওই সাংবাদিক ও তার গাড়ি চালক মোহাম্মদ তাহির বৃহস্পতিবার জালালাবাদে যাওয়ার পথে গাড়িতেই গুলিবিদ্ধ হন। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি। আফগানিস্তানে সম্প্রতি একের পর এক সাংবাদিক ও নাগরিক অধিকার কর্মী আততায়ীর গুলিতে নিহত হচ্ছে। এ ধরনের সুপরিকল্পিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট ও ইউরোপীয় ইউনিয়ন বিবৃতিও দিয়েছে। তাদের বিবৃতির পরই মেইবন্দ খুন হলেন। খবর বিডিনিউজের। এনিকাস টিভি অ্যান্ড রেডিওর সাংবাদিক মেইবন্দকে গুলি করার পর অজ্ঞাত হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি। সাংবাদিকতার পাশাপাশি মেইবন্দ নাগরিক অধিকার নিয়েও সরব ছিলেন। সাংবাদিকতায় আফগান নারীদের প্রতিবন্ধকতাগুলোর কথাও তার কথায় উঠে আসত। মেইবন্দের মা’ও ছিলেন নাগরিক অধিকারকর্মী।
৫ বছর আগে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তিনিও নিহত হয়েছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে ইসলামী চরমপন্থাকে টার্গেট করে মন্ত্রিসভায় আইন পাস
পরবর্তী নিবন্ধবাইডেনের ছেলে হান্টারের কর নিয়ে তদন্ত চলছে