আফগানিস্তানে নদীতে নৌকা ডুবে ২০ মৃত্যু

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকা ডুবে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকার নদীতে ঘটনাটি ঘটেছে বলে প্রাদেশিক এক কর্মকর্তা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এঙ এ করা এক পোস্টে নানগারহারের তথ্য বিভাগের প্রধান কুরায়েশি বাদলুন জানিয়েছেন, নৌকাটিতে নারী ও শিশুও ছিল। খবর বিডিনিউজের।

ঘটনায় পাঁচজন তাদের জীবন বাঁচাতে পেরেছেন। নৌকাডুবির কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নানগারহারের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকীগুলো উদ্ধারে কাজ চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি কোনো সেতু না থাকায় এলাকার বাসিন্দারা নিয়মিত নৌকাযোগে নদী পার হন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় নির্বাচন এএনসির তিন দশকের আধিপত্যের অবসান ঘটছে
পরবর্তী নিবন্ধচীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি