আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে রক্ষায় দেশটির মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তালেবানের ঘাঁটি লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। সোমবার এক টুইট বার্তায় মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লিগেট বলেন, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে মার্কিন বিমান হামলায় পাঁচ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে দেশটির সঙ্গে স্বাক্ষরিত সৈন্য প্রত্যাহার চুক্তি মেনেই বিমান হামলা পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এর আগে, চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নেয়ার জন্য তালেবানের যোদ্ধারা বড় ধরণের অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্র সেসময়ও হেলমান্দে বিমান হামলা চালায়।
পরে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তালেবান।