আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল বৃষ্টি আইনে ১৭ রানে। আজ তাই সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। আর সে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটন দাশের দল। তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব এখন লিটন দাশের কাঁধে। প্রথম ম্যাচে ব্যাটে তেমন একটা সুবিধা করতে পারেনি লিটন দাশ । সে সাথে তার দলও। তাই আজ জয়ের কোন বিকল্প দেখছেনা। কারণ আজ হারলেই সিরিজ শেষ। বাংলাদেশ যখন সিরিজে ফেরার চিন্তা করছে তখন আফগানিস্তান চাইছে আজই সিরিজ নিশ্চিত করতে। কারন আজ জিতলেইযে রশিদ নবীদের সিরিজ জেতা নিশ্চিত হয়ে যাবে। একই সাথে একমাত্র টেস্টের সিরিজে রেকর্ড রানের পরাজয়ের প্রতিশোধও নেওয়া হয়ে যাবে। তবে দু দলের এই লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজও বৃষ্টির কবলে পড়তে পারে ম্যাচটি।

প্রথম ম্যাচে বাংলাদেশ দল একেবারেই বাজে ব্যাটিং করেছে। ৪৩ ওভারে মাত্র ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। পরে ডি/এল মেথডে আফগানদের সামনে লক্ষ্য দাড়িয়েছিল ৪৩ ওভারে ১৬৪ রান। আফগানদের স্কোর যখন ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ তখন বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। ফলে ডি/এল মেথডে আফগানরা জিতে ১৭ রানে। এগিয়ে থাকায় আজ অনেকটা স্বস্তি নিয়ে মাঠে নামবে আফগানরা। আর বাংলাদেশ নামবে পিছিয়ে থেকে। তবে এ ধরনের অবস্থা থেকে বাংলাদেশের ফিরে আসার অনেক নজির রয়েছে।

আজকের ম্যাচে আরো একবার ফিরে আসবে বাংলাদেশ তেমনটি প্রত্যাশা টাইগার দলপতি লিটন দাশের। তামিমের অভাবটা পড়তে দিতে চাননা তারা ম্যাচে। তামিম অবসর না নিয়ে ইনজুরিতে থাকলেওতো তাকে ছাড়াই খেলতে নামতে হতো বাংলাদেশ দলকে। তেমনটি মনে করেন লিটন দাশ। তাই তার সতীর্থদের কাছে অধিনায়কের চাওয়া যেন ম্যাচটি জিতে সিরিজে ফিরতে পারে। তবে বৃষ্টি যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে ম্যাচটি ভেসেও যেতে পারে।

তাতেও অবশ্য সম্ভাবনা বেঁচে থাকবে বাংলাদেশের। তখন শেষ ম্যাচে হবে সিরিজের ভাগ্য নির্ধারণ। তবে বাংলাদেশের চাওয়া আজই জিতে সিরিজে সমতা ফেরানো। তবে কাজটাযে মোটেও সহজ হবেনা সেটা বালই টের পাচ্ছেন লিটন দাশ। কারণ আফগানিস্তানের শক্ত বোলিং লাইনের বিপক্ষে প্রথম ম্যাচেও যে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধতামিম না খেললেও দলের পথচলায় কোন পরিবর্তন হবেনা
পরবর্তী নিবন্ধনাবলুসে ইসরায়লি বাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত