আফগানিস্তানের বিপক্ষে আবারো সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ণ

তালেবান শাসনে আফগানিস্তানের নারীদের মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতির অভিযোগ এনে টিটোয়েন্টি সিরিজ স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষা বাড়ছে রাশিদ খান, মোহাম্মদ নাবিদের। আগামী আগস্টে আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে তিনটি টিটোয়েন্টি খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। যা আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ। আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেই ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। যেটি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতেই। পরে গত বছরের মার্চে আফগানদের সঙ্গে প্রস্তাবিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজও তারা স্থগিত করে দেয় একই কারণে।

গত বছর ওয়ানডে সিরিজটি স্থগিত করে দেওয়ার পর আফগানদের সবচেয়ে বড় তারকা রাশিদ খান হুমকি দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টিটোয়েন্টি আসর বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নেবেন তিনি। পরে অবশ্য সেই ঘোষণা থেকে সরে এসে খেলার সিদ্ধান্ত নেন এই লেগ স্পিনার। পুরোনো দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সেই খেলতে চুক্তিবদ্ধ হন তিনি। যদিও ইনজুরির কারণে এই আসরে তার খেলা হয়নি। আফগানিস্তানে রাজনৈতিক পট পরিবর্তনে তালেবানরা ক্ষমতায় আসার পর বন্ধ করে দেয় মেয়েদের ক্রিকেট। তখন থেকেই দেশটিতে মেয়েদের অধিকার প্রসঙ্গে সরব অস্ট্রেলিয়া। এর জের ধরেই টেস্ট, ওয়ানডের পর এবার স্থগিত করল তারা টিটোয়েন্টি সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ২০২৩ সালে ওয়ানডে সিরিজ স্থগিত করার পর থেকে আফগানিস্তানে মেয়েদের অধিকার ‘লক্ষণীয় অবনতি’ হওয়ার তথ্য পেয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ
পরবর্তী নিবন্ধটেস্ট সিরিজেও নিষিদ্ধ হাসারাঙ্গা