আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান, কাবুলকে কড়া হুঁশিয়ারি

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ অভিযোগ করে বলেছেন, আফগানিস্তান ভারতের হাতের পুতুল হয়ে পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন, কাবুল ইসলামাবাদে আক্রমণ শানাতে চাইলে তাদের বিরুদ্ধে ৫০ গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে।

মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ প্রোগ্রাম ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ এ কঠোর ভাষায় শান্তি বৈঠকে আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন খাজা আসিফ। তুরস্কের ইস্তানবুলে গত শনিবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কোনও রফা হয়নি। এরপরই আসিফ আফগানিস্তান নিয়ে ওই অভিযোগ করার পাশাপাশি শান্তি চুক্তি থেকে বারবার পিছিয়ে আসার জন্য আফগান আলোচকদের নিন্দা করলেন। নয়াদিল্লি কাবুলকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি অভিযোগ করেন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধএবার প্রশান্ত মহাসাগর ৪ মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা,নিহত ১৪
পরবর্তী নিবন্ধট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যে মামলা