আইসিসি টি–টোয়েন্টি র্যাংকিংয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার রাতে আবু ধাবিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখে টাইগাররা। সেই সাথে আইসিসি টি–টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে দশম স্থান থেকে নবম স্থানে উঠে বাংলাদেশ। এতে এক ধাপ পিছিয়ে নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান। তবে বাংলাদেশ ও আফগানিস্তানের রেটিং সমান ২২২ করে। ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে নবম স্থানে আছে টাইগাররা। আইসিসি টি–টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। তাদের রেটিং ২৭১। ২৬৬ রেটিং নিয়ে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ২৫৭।
এরপর চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে– নিউজিল্যান্ড (২৫৩), দক্ষিণ আফ্রিকা (২৪৩), ওয়েস্ট ইন্ডিজ (২৩৮), শ্রীলংকা (২৩২) এবং পাকিস্তান (২৩২)।










