আপেল ঘোষণায় আমদানি, বন্দরে ৬৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে দুটি কাভার্ডভ্যান থেকে আপেলের আড়ালে খালাসকালে ৬৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা সূত্রে জানা যায়, নগরীর ফলমণ্ডির আমদানিকারক মারহাবা ফ্রেশ ফ্রুট আপেল ঘোষণায় ৪০ ফুটের একটি রেফার কন্টেনার কৌশলে লুকিয়ে ৬৫০ কার্টন মন্ড, ওরিস, ইজি ব্র্যান্ডের সিগারেট নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে দুটি কাভার্ডভ্যান থেকে খালাসকালে পরীক্ষা করার পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। কাভার্ডভ্যান দুটির নাম্বার যথাক্রমে নারায়ণগঞ্জ-ট-১১-০১২০ এবং নারায়ণগঞ্জ-ট-১১-০৪৭৮। চালানটি খালাসে দায়িত্বপ্রাপ্ত সিএন্ডএফ ছিল মাদারবাড়ি ডিটি রোডের জেমি এন্টারপ্রাইজ। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. সালাহ উদ্দিন রিজভী বলেন, আপেল ঘোষণায় আসা একটি চালানে বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। চালানটির সম্পূর্ণ ইনভেন্ট্রি শেষে শুল্ক ফাঁকির বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকক্সবাজার সদরে দুই ওয়ার্ডের ফলাফল বাতিল