চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত পৌরকরের বিরুদ্ধে করদাতাদের দায়েরকৃত আপিলে সমাধান আসার পরও চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ অসন্তুষ্ট কেন সেই প্রশ্ন তুলেছেন ‘চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে আজ বুধবার করদাতা সুরক্ষা পরিষদের নগর ভবন ঘেরাও কর্মসূচির প্রতিবাদ জানানো হয়। একই সময়ে সময় চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজও চসিক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেয়া হয়। মানববন্ধন থেকে করদাতা সুরক্ষা আন্দোলনের নামে বিএনপি–জামায়াতের মদদপুষ্ট একটি গোষ্ঠীর হয়ে চট্টগ্রামের উন্নয়নে বাঁধা ও নৈরাজ্য সৃষ্টি করছে বলে দাবি করা হয়।
বক্তারা বলেন, চসিক রিভিউ বোর্ড গঠন করে করদাতাদের চাহিদামত কর নির্ধারণ করছে। এমনকি সিটি মেয়রের উপস্থিতিতে সংস্থাটির আটটি রাজস্ব সার্কেল জুড়ে গণশুনানি চলছে। এতে করদাতাদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে চসিক। তাই করদাতারা খুশিমনে বাড়ি ফিরছেন। এ অবস্থায় আপিলে সমাধান এলে করদাতা সুরক্ষা পরিষদ অখুশি কেন? আপিলের মাধ্যমে স্বল্পহারে কর দিতে পেরে আমরা চট্টগ্রামবাসী খুশি। একারণে চলমান গৃহকর আদায় কার্যক্রমে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। যারা ভুল তথ্য দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী চট্টগ্রামে চলমান উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে করদাতাদের অধিকার রক্ষার নামে চট্টগ্রামবাসীকে উস্কানি দিচ্ছে। মূলত এ গোষ্ঠীটির উদ্দেশ্য করদাতাদের অধিকার রক্ষা নয়। বরং গুজব ছড়িয়ে চট্টগ্রামের উন্নয়নে বাধা দেয়া আর নৈরাজ্য সৃষ্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে আমরা খুশি। এই উন্নয়নযজ্ঞে কেউ বাধা সৃষ্টি করলে তাকে প্রতিহত করা হবে।
উত্তর আগ্রাবাদ ওয়ার্ড মুনসুরাবাদ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ওসমান গনি আলমগীরের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক আবদুল হালিম মিতুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখনে মো. ইলিয়াছ উদ্দিন, ইয়াছিন আরাফাত কচি, রফিকুল আলম রুবু, শাহিন জোবায়ের বাপ্পি, খোরশেদ আলম মানিক, এম হাসান আলী, তোফায়েল আহমদ মামুন, নুরুল আলম, মো. সেলিম, মো. হারুন, সাহেদুল আলম সাহেদ, সায়েদুল ইসলাম টিটু, মোহাম্মদ উল্লাহ চৌধুরী বাবু, মোহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম, সাব্বিরুল আলম, মো. ইসলাম, আবিদুর রহমান, নজরুল ইসলাম রবিন, চট্টগ্রাম অর্পণ চক্রবর্তী, শফিকুল ইসলাম শাকিল, নাসির উদ্দিন বাবুল।