অবশেষে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন বোয়ালখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ইদ্রিস আলম। গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
একইসাথে তাকে প্রতীক বরাদ্দেরও নির্দেশ দেন। আদালতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মো. আক্তার রসুল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে গত ১৯ মার্চ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র ২ প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম আবু ও তার ছোট ভাই ইদ্রিস আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে বাতিলকৃত দু’প্রার্থী আপিল করলে আপিলেট কর্তৃপক্ষও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
এদিকে স্বতন্ত্র এ দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় গত ২৫ মার্চ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার। পরে এ আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলম। তফসিল অনুযায়ী ১১ এপ্রিল ভোটগ্রহণের কথা রয়েছে এ পৌরসভায়।