আপাতত শুধু ওয়েবসাইটে সীমিত নিবন্ধনের সুযোগ

করোনা ভ্যাকসিন

| শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম উদ্বোধনের দিনই নিবন্ধনের অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার চিন্তা থাকলেও আপাতত কেবল ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন করা যাচ্ছে; আর ব্যবস্থাপনার সুবিধার জন্য সেই সুযোগও সীমিত রাখা হয়েছে।
সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে যেসব ক্যাটাগরিতে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে, তার সবগুলো এখনও উন্মুক্ত করা হয়নি। আর মোবাইল অ্যাপ চালুর বিষয়ে সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন রকম বক্তব্য পাওয়া গেছে। খবর বিডিনিউজের।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখন ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধনের কাজটি করা যাচ্ছে। তবে নিবন্ধনের জন্য কোনো মোবাইল অ্যাপ এখনও উন্মুক্ত করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছিল আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি এবং কাজ করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি মোবাইল অ্যাপের বিষয়ে আগ্রহ দেখায়, তাহলে আমরা অ্যাপ চালু করার প্রস্ততি নেব।
ওয়েব অ্যাপ্লিকেশনটির মোবাইল ভার্সন থাকায় সহজেই সেটি ব্যবহার করা যাচ্ছে জানিয়ে পলক বলেন, নিবন্ধন শুরু হওয়ার পর শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৩ হাজার নিবন্ধন সম্পন্ন হয়েছে, যারা নির্ভুলভাবে তথ্য দিচ্ছেন, তাদের সবারই নিবন্ধন সঠিকভাবে হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মোবাইল অ্যাপের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছিল কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার বলেন, যদি অ্যাপ রেডি থাকে তাহলে ওয়েবে পাবে, মোবাইল অ্যাপে পাবে না এটা তো একটু ক্ল্যারিফিকেশন দরকার। এটা তো একসঙ্গেই হওয়ার কথা। এ বিষয়টি উনারাই (আইসিটি মন্ত্রণালয়) কন্ট্রোল করে। আইসিটি মিনিস্ট্রি অ্যাপ বানিয়েছে এবং এতে যা যা প্রয়োজন তারাই করে দেবে। আমাদের শুধু বলা যে শুরু করে দেন। এতদিনে তো শুরু হয়ে যাওয়ার কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। তার আগে ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলক বলেছিলেন, টিকা কার্যক্রম উদ্বোধনের দিনই নিবন্ধনের ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ উন্মুক্ত করার প্রস্তাব করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ড যুবলীগ সভাপতি বহিষ্কার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় এক মাস ধরে নিখোঁজ জাপা নেতার লাশ উদ্ধার