বাংলাদেশের ক্রিকেটে সময়টা সুখকর যাচ্ছে না একদমই। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দল। পরপর দুটি টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ফরম্যাট বদলেও স্বস্তি পাওয়া যায়নি খুব একটা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ একেবারে লজ্জাজনকভাবে। অথচ সে ম্যাচে দারুণ নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। কিন্তু হঠাৎ করেই যেন কি হয়ে গেল। এ ম্যাচে ২৩৫ রান তাড়া করতে নামে টাইগাররা। শুরুটা ভালো করলেও ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় বড় ব্যবধানে। শারজাহতে আজ শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে দুই দল। এরপর আগামী সোমবার হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজ বাঁচাতে দুই ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। তবে আপাতত দ্বিতীয় ওয়ানডের দিকেই চোখ রাখছেন বাংলাদেশ দলের অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন দেখুন আমাদের সুযোগ আছে এখনো। একটা ম্যাচ হেরেছি। এখনো দুইটা ম্যাচ বাকি আছে। আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে আপাতত একটি ম্যাচ নিয়ে চিন্তা করছি। পরের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। একটা ম্যাচ খেলেছি এখানে। তাছাড়া লম্বা সময় পর ওয়ানডে খেলছি। হিসেব করলে দেখা যাবে প্রায় সাত–আট মাস আগে আমরা সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছি।
মিরাজ বলেন সিরিজ শুরুর আগে সবার ভেতর ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওয়ানডে খেলেছি। প্রস্তুতিটা ওভাবে নিচ্ছি। একটা ম্যাচ খেলায় এই মাঠের সম্পর্কে একটা ধারণা হয়েছে। যেহেতু অনেকদিন পর খেলেছি চেষ্টা থাকবে এই ম্যাচটা জেতার। ভালো মোমেন্টাম কীভাবে নিতে হবে সেটা নিয়ে আমরা অনুশীলন করছি। আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। আঙুলের হারে চিড় ধরায় তিনি ছিটকে গেছেন সিরিজ থেকে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। দলের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের ছিটকে যাওয়া যে ধাক্কা সেটি মানছেন মিরাজও। তিনি বলেন মুশফিক ভাইয়ের না থাকাটা আমাদের অবশ্যই বড় একটি ধাক্কা। এটাতো অবশ্যই আমাদের জন্য দুঃখজনক। মুশফিক ভাই যে ইনজুতিে পড়েছেন। উনি দলের ভেতর কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। কারণ তিনি যেভাবে ক্রিকেট খেলেন, দেশকে সার্ভিস দিয়ে গেছেন এটা অসাধারণ ছিল। তাই আমাদেরকে এই ধাক্কাও সামলাতে হবে। আমাদের সামনে এখন একটাই লক্ষ্য। আর তা হচ্ছে এই ম্যাচটি জেতা। কারন সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই। আর এই ম্যাচে হারা মানে সিরিজ শেষ। আমরা এত সহজে হার মানতে চাইনা। তাই আমরা দ্বিতীয় ম্যাচটি নিয়েই আপাতত ভাবছি। এই ম্যাচ শেষে আমরা পরের ম্যাচের জন্য ভাবব। তাই আজকের ম্যাচে জয়ের জন্য মাঠে নামবেন বলেও জানালেন মিরাজ।