আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনাকে লেখা চিঠিতে মমতা বলেন, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বাংলানিউজকে এ কথা জানান।