আন্জুমানে রজভীয়া নূরীয়ার উদ্যোগে আগামী ৬ মার্চ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিতব্য ১২তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং বর্ণাঢ্য র্যালি সফলকল্পে ২৬ জানুয়ারি সংগঠনের অঙিজেনস্থ কার্যালয়ে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মুহাম্মদ ফোরকান রেজা। প্রস্তুতি কমিটির সদস্য সচিব শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আবুল কাশেম নূরীর (মু.জি.আ)।
আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু ছালেহ আঙ্গুর, মোহাম্মদ মিয়া জুনায়েদ, মুহাম্মদ আবুল হাসান, এ.জে.এম হোসাইন চৌধুরী, মাওলানা আব্দুল কাদের রজভী, মাওলানা জাফর কামালী, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, মুহাম্মদ জামাল উদ্দিন, শায়ের মুহাম্মদ এনামুল হক এনাম, মাস্টার মুহাম্মদ সেলিম, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ সাইফুল ইসলাম, এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ সরওয়ার উদ্দিন, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।