মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, এমএ রশিদ ও আব্দুর রহমান দেশের সকল আন্দোলন-সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন। তারা দলের দুঃসময়ে কর্মীদের সংগঠিত করেন। তাদের মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। গতকাল সোমবার নগরীর সদরঘাটে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশীদ ও ৩১নং আলকরণ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, দলের কঠিন সময়ে এমএ রশিদ ও আব্দুর রহমান নিজেদের সর্বোচ্চ দিয়ে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। তাদের হারিয়ে চট্টগ্রামের আওয়ামী পরিবার শোকাহত। সভায় আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু ও চসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। তারেক ইমতিয়াজ ও ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ, মসিউর রহমান চৌধুরী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জামশেদুল আলম চৌধুরী, রফিকুল হোসেন বাচ্চু, শওকত হোসাইন, প্রবীর দাশ তপু, কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সালাম মাসুম, নীলু নাগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।