বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় এইচএম মিঠু (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে। গ্রেপ্তার মিঠু চান্দগাঁও থানার কাজি বাড়ির মৃত মাহবুব আলমের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে,গত ১৮ জুলাই চান্দগাঁও এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মো. আজিজুল হক নামে চন্দনাইশের বরমা গ্রামের এক ব্যক্তি গত ২০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানাসহ ২০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়। এ মামলায় চট্টগ্রামের চার সাংবাদিক এবং সাবেক দুই ওসিকে আসামি করা হয়েছে।