চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর যে সমস্ত সন্ত্রাসী গুলি চালিয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রিটমেন্ট সেন্টারের নিজ কার্যালয়ে গণ আন্দোলনে গুলিবিদ্ধ দুই ছাত্রদল নেতা জুয়েল ও হাবিবুর রহমানকে আর্থিক অনুদান প্রদানকালে এসব এ কথা বলেন। জুয়েল ও হাবিব বিগত ৫ আগস্ট সকালে মনসুরাবাদ এলাকায় কারফিউ ভেঙে ছাত্র জনতার মিছিলে শামিল হলে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন সাহেদ, যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দীন বাবর, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক ফারহান ফুয়াদ, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দীন আলো, হালিশহর থানা ছাত্রদলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম, রামপুর ওয়ার্ড ছাত্রদল নেতা তানভীর রহমান সিজান ও জামালখান ওয়ার্ড ছাত্রদল নেতা মাইনুল হাসান। প্রেস বিজ্ঞপ্তি।