আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের মাঝে মনজিলের অনুদান বিতরণ

চমেক হাসপাতাল

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংস্থা ‘মনজিল’ এর পক্ষ থেকে গত ১৮ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহত পথচারীদের মাঝে অনুদান বিতরণ করা হয়। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে এখনো ভর্তি সাধারণ পথচারী যারা দুস্থ ও দিন মজুর, হকার, রিক্সাচালক তাদের চিকিৎসায় অনুদান হিসেবে মনজিল এ কর্মসূচি গ্রহণ করে।অনুদান বিতরণ কালে মনজিলের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. মুহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ইরশাদুল আলম, ডা. আবু বকর ছিদ্দিক মীর প্রমুখ। মনজিল নেতৃবৃন্দ তাদের নগদ অনুদান বিতরণ পূর্বক চিকিৎসার উন্নতি সম্পর্কে অবগত হন এবং মারাত্মক আহত অবস্থা দেখে তাদের সান্ত্বনা দিয়ে বলেন, সাধারণ মানুষের সর্বাত্মক শ্রমের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে দেশ স্বনির্ভর হয়। আর যখন তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেয় তখন জাতির স্বাধীনতা ও ভাগ্য বদল হয়। আমরা সর্বদা আপনাদের পাশে আছি, থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘পালিয়ে যাওয়া’ আওয়ামী লীগ নেতার মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গে
পরবর্তী নিবন্ধবনভান্তে স্মৃতি চৈত্য মন্দির সুরক্ষায় সেনাবাহিনীর টহল জোরদার