মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আহত অনেকের অবস্থা এখনো জটিল। স্বাভাবিক জীবনযাপনও করতে পারবে না। ছাত্র আন্দোলনে আহতের চিকিৎসার খোঁজখবর নিতে এবং তাদের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আহতদের সহায়তায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এগিয়ে এসেছে। আহত ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। তিনি গতকাল মঙ্গলবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র জনতার চিকিৎসা খরচের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম রিহ্যাবিলিটেশন টিমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন। তিনি ছাত্র জনতার আন্দোলনে আহত চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ২২জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন। রোগীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। সংগঠনের চিকিৎসক নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক সমন্বয়ক অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ডা. এস এম সারোয়ার আলম, ডা. তানভীর হাবিব তান্না, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মেহেদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।