আন্দোলনে অস্ত্রধারী সেই যুবলীগ কর্মী ‘কিলার’ ফয়সাল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:১৮ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী যুবলীগকর্মী ফয়সালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে নগরের চকবাজার থানার ডিসি রোডের গণি কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক হত্যা মামলার আসামি ও কিশোর গ্যাং নেতা ফয়সাল এলাকায় কিলার ফয়সাল হিসেবে পরিচিত। ফয়সাল চকবাজার থানার দেওয়ান বাজার লালু মিয়ার বাড়ির বাসিন্দা মৃত ইসমাইল ওরফে লালু মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমন হত্যা, যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলায় ফয়সাল এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন।

র‌্যাব৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক শরীফউলআলম জানান, একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট ফয়সাল প্রকাশ ওরফে কিলার ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল নগরীর কোতোয়ালী হতে লালদীঘি জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক দুইজন প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরও ২৮ জন এজাহারনামীয় আসামির নির্দেশে কিলার ফয়সাল এবং ৩৮০৪০০ জন অপরাপর আসামি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার বিজয় মিছিলে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রামদা, লাঠিসোটা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে গুরুতর জখম করা হয়। এতে মো. রবিন (১৪) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ১৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধভেসে গেলেন স্বামী, বেঁচে গেলেন স্ত্রী সৈকতে অসতর্কতায় লাশ হচ্ছেন পর্যটক