আন্দোলনের নামে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা যাবে না

যুব সমাবেশে বক্তারা

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৮ পূর্বাহ্ণ

আন্দোলনের নামে শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার হুমকির প্রতিবাদে গতকাল বুধবার নগরীর জমিয়তুল ফালাহ্‌ জামে মসজিদ প্রাঙ্গণ হতে এক বিক্ষোভ মিছিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জমিয়তুল ফালাহ্‌ জামে মসজিদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে নগরীর আলমাস সিনেমাকাজীর দেউড়ী মোড়জামালখান প্রেস ক্লাব হয়ে চেরাগী পাহাড় চত্বরে গিয়ে এক বিক্ষোভ যুব সমাবেশ নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম. আর আজিমের সভাপতিত্বে ও যুব সংগঠক মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ভূইয়া রাসেল, হাবিব উল্লাহ চৌধুরী নাহিদ, প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের আইন শৃঙ্খলার এবং জান মালের ব্যাপারে যুবলীগ খুবই সচেতন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় যুবলীগ কঠোর হস্তে দমন করতে রাজপথে প্রস্তুত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৈনিক জমা বৃদ্ধি বন্ধে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে হবে ১০ ঘণ্টায়