আন্দোলনের নামে যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের রুখে দিতে হবে

জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, মধ্যযুগীয় বর্বরতার কলঙ্ককেও হার মানিয়েছে ৩ নভেম্বরে জাতীয় চার নেতাকে জেলে হত্যাকাণ্ডের ঘটনাটি। এই ঘটনার মূল খলনায়ক জিয়াউর রহমান। এখন তার মরণোত্তর বিচার হলে জাতীয় চার নেতার আত্মা শান্তি পাবে। গতকাল শুক্রবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আজ যারা আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করছে তাদেরকে রুখবোই। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, থানা আওয়ামী লীগের সিদ্দিক আলম, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী নুরুল আমিন, ফারুক আহমেদ, হাজী মো. হাসান। সভামঞ্চে উপস্থিত ছিলেন, নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বদিউল আলম, এ কে এম বেলায়েত হোসেন, সফর আলী, এনামুল হক চৌধুরী, শেখ মাহমুদ ইছহাক, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসনে, মো. আবু তাহের, শহীদুল আলম, আবুল মনছুর, পেয়ার মোহাম্মদ, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, কামরুল হাসান বুলু, রোটারিয়ার মো. ইলিয়াছ, বেলাল আহমদ।

দক্ষিণ জেলা আ.লীগ : সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীকে নেতৃত্বশূন্য করে স্বাধীনতার চেতনা ধূলিস্যাত করে পাক ধারায় দেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুক্রবার আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় চত্বরে জেলহত্যা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি এস এম আবুল কালাম, আবু সুফিয়ান, চেমন আরা তৈয়ব, প্রদীপ কুমার দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, খোরশেদ আলম, মোস্তাক আহমদ আঙ্গুর, আ ম ম টিপু সুলতান চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, জসিম উদ্দিন, আবু সৈয়দ চৌধুরী, মোজাহেরুল আলম চৌধুরী, মো: নাছির উদ্দিন, নঈমুল হক পারভেজ, মোজাহিদ বিন কায়সার প্রমুখ।

পটিয়া উপজেলা আওয়ামী লীগ : পটিয়া প্রতিনিধি জানান, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে দেশ থেকে নির্মূলের পাশাপাশি জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি শুক্রবার সকালে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে মুন্সেফবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি পৌরমেয়র আইয়ুব বাবুল, আবু সালেহ চৌধুরী, আব্দুল খালেক, শাহাদাত হোসেন ফরিদ, মোঃ সৈয়দ, আলমগীর খালেদ, ঋষি বিশ্বাস, এম. এজাজ চৌধুরী, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, বেলাল উদ্দিন, শহিদুল আলী মঞ্জু, নুরুল আলম, ইউনুছ মেম্বার, শৈবাল বড়ুয়া, আলমগীর আলম, এম এন এ নাছির, মো. শাহাবুদ্দিন, নাছির উদ্দিন, আবদুল হান্নান লিটন প্রমুখ।

বাঁশখালী আওয়ামী লীগ : বাঁশখালীতে আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস ও জাতীয় ৪ নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। আলোচলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে শুক্রবার অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা। আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ..ম শাহাদত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোছাইন, খানখানাবাদের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, সাধনপুরের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা শাখা : চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট গ্যালারী হলে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জাতীয় চার নেতার মর্মন্তুদ জেল হত্যাকাণ্ড :একটি মসীলিপ্ত কলংকময় ইতিহাসের বিশ্লেষণ ও পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপক বেগম সৈয়েদা তাহেরার সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুজ্জামান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।

দক্ষিণজেলা যুবলীগ : চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ৩ নভেম্বর (শুক্রবার) বিকালে আন্দরকিল্লা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ তৌহিদুল আলম, শহিদুল ইসলাম এড.শাহাদাত কবির বাহাদুর, মাইনুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, আ ন ম ফরহাদুল আলম, দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল, তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুর রহমান, পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিলারের গোড়ার মাটি সরে গিয়ে দেবে গেছে সেতু
পরবর্তী নিবন্ধঅবরোধ হবে শান্তিপূর্ণ, উসকানিতে পা দেবেন না : রিজভী