আন্দোলনের নামে পিকনিক পার্টি আর কতদিন, প্রশ্ন কাদেরের

| শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:০১ পূর্বাহ্ণ

বিএনপির এক দফার আন্দোলনকে ‘গুরুত্বহীন’ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষায় দলটি আন্দোলনের নামে ‘পিকনিক পার্টি’ করছে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ক্ষমতাসীন দলের এই নেতা। খবর বিডিনিউজের।

ওবায়দুল কাদের বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। বিএনপি ফ্যাসিবাদ করেছে, আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। গণতন্ত্র হত্যাকারী, ভোটচোর, দুর্নীতিবাজএসব কিছুর একটাই নাম, বিএনপি। গণতন্ত্রের লেবাসধারী ফ্যাসিস্ট হলো বিএনপি। তারাই টেরোরিস্ট হিসেবে আন্তর্জাতিক মহলে চিহ্নিত, তাদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।

বিএনপির আন্দোলনের সমালোচনায় তিনি বলেন, গরুর হাটে, গোলাপবাগেই বিএনপির সব আন্দোলনের বারোটা বেজেছে। লন্ডন থেকে বলা হয়েছে বিএনপি নেতাদের আন্দোলনের জন্য টাকার অভাব হবে না। বিএনপির আন্দোলনের নামে পিকনিক পার্টি আর কতদিন চলবে? তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তান চলে যান। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের আগ্রহেরও সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনা একমাত্র আল্লাহ ছাড়া কারো হুমকিধমকিকে ভয় পায় না। গত পনের বছরে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এদেশের উন্নয়ন শেখ হাসিনার বড় অপরাধ। অন্য দেশে না গিয়ে বিদেশিদের বাংলাদেশের রাজনীতি নিয়ে এত আগ্রহ কিসের? শান্তিপূর্ণ নির্বাচন যারা চায় না, অগ্নি সন্ত্রাস যারা করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা ভিসা নীতি প্রয়োগ হয় কিনা আমরাও অপেক্ষায় আছি।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন নির্বাচনী তহবিলের ফন্দি : ফখরুল
পরবর্তী নিবন্ধছাত্র অধিকার পরিষদ মহানগর নেতার পদত্যাগ