জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, আন্দোলনের নামে ভাঙচুর জ্বালাও পোড়াও চালিয়ে ওয়ান ইলেভেন আনার চেষ্টা সফল হবে না। যারা মনে করছেন অরাজকতা সৃষ্টির মাধ্যমে বিদেশি সংস্থাকে কাজে লাগিয়ে দেশে জরুরি অবস্থা ডেকে আনবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এদেশে আর কখনও সাংবিধানিক ধারা ভেঙে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না। গত রোববার বিকেলে নগরীর আগ্রাবাদ–হালিশহর এক্সেস রোডস্থ একটি কনভেশন হলে জাতীয় পাটির বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় কাজী মামুন আরো বলেন, ৮৬ তে পল্লীবন্ধুই সেই সুযোগ বাতিল করে দিয়ে গেছেন। আর সামরিক শাসন জারির সুযোগ নেই। তিনি বলেন, দেশ মাতৃকার সামরিক বাহিনীকে উস্কানি দেয়ার ষড়যন্ত্র করে লাভ নেই। সংবিধান ও দেশের জনগণের রায়ের প্রতি তারা (সামরিক বাহিনী) শ্রদ্ধাশীল। বিরোধী দলীয় নেতার মূখপাত্র বলেন, সাংবিধানিক ধারা মেনে আর সাত মাস পরই নির্বাচন হবে। সব দলের অংশগ্রহণেই হবে সেই নির্বাচন। মুখে যে যাই বলুক না কেনো, অনেকেই নির্বাচনে আসতে মুখিয়ে আছেন। দেখছেন পরিস্থিতি কি হয়। তাদের বলছি, বিএনপির পথে পা বাড়াবেন না। কাজী মামুন বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যারা নতুন ষড়যন্ত্র নেমেছেন, তারা কেনো ভুলে যান পল্লীবন্ধু এরশাদের দুটি সন্তান এখনো বেঁচে আছেন। চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মো. কামরুজ্জামান পল্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সমন্বয়ক ও সাবেক এমপি এমএ গোফরান, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া, নাফিজ মাহবুব, আব্দুল আজিজ চৌধুরী, ডা. সাইফুর রহমান, শহিদুল ইসলাম সালাম, সৈয়দ শাহাদাত হোসেন, আমান উল্লাহ আমান, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন জ্যাকি, জসিম উদ্দিন, রেজাউল করিম রেজা, নুরুল আজিজ সওদাগর, সৈয়দ কমরুদ্দিন ফোরকান ও দিল মোহাম্মদ দিলু, মো. সেলিম রেজা, আবুল কালাম আজাদ, চকরিয়া উপজেলা জাপার শামসুল আলম, কাজী ইউসুফ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












