আন্দোলনের ডায়ালগ মারবেন না, ধানের শীষ এখন মরণ বিষ

আনোয়ারায় ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ষড়যন্ত্রকারীরা আবারও আঙ্গুল তোলার চেষ্টা করছে। বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্র মিথ্যাচার, অপপ্রচার, গীবত আর বিদেশি দালালের মাধ্যমে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে । তাদের অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা, বোমাবাজি আর মানুষ মারার রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আন্দোলনের ডায়ালগ মারবেন না। ধানের শীষ জনগণের কাছে মরণবিষ হয়ে গেছে। বিদেশি দালালে কাজ হবে না। জনগণই ক্ষমতা নির্ধারণ করবে। সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে।

গতকাল শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কালাবিবিবির দীঘি মোড়ের কাছে বেঙ্গল ব্যাংকের সামনে বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে অনুষ্ঠিত শোকসভা রূপ নেয় বিশাল জনসভায়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি এসএম আলমগীর চৌধুরী, সহসভাপতি জাফর উদ্দীন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক, ফজলুল করিম চৌধুরী বাবুল, চেয়ারম্যান নোয়াব আলী, কলিম উদ্দীন, অসীম কুমার ধর, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আজিজুল হক বাবুল, মাস্টার মো. ইদ্রীস, সুগ্রীব মজুমদার দোলন, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দিদারুল ইসলাম, শফিউল হক, আবু হানিফ, এম নজরুল ইসলাম, মোহাম্মদ ছৈয়দ, যুবলীগ আহ্বায়ক শওকত ওসমান, অনুপম চক্রবর্তী প্রমূখ।

তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে বিএনপি ক্ষমতায় আসলে দেশ ৫০ বছর পেছনে ফিরে যাবে। হাওয়া ভবনের লুটপাট আর তার ছাড়া খাম্বা তাদের চোখে ভাসে। লন্ডনে বসে ষড়যন্ত্র, বিদেশিদের পেছনে ঘুরে গীবত আর সারাদেশ থেকে ঢাকায় লোক জড়ো করলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেলের উদাহরণ দিয়ে আনোয়ারাকর্ণফুলী আসনের ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অটল অবস্থানে পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হলে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল হতে ১০০ বছর লাগতো। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘আঁরার পুত নাতি চাইবু দে এরি। আঁরা হত্তুন পানির নীচদি গাড়ি চলের দেক্কুম। আর হদিন পর অনরা দেহিবান, হাম অই গেইয়ি। ৪ বছর আগেও এই জাগা কী আছিল। এহন ৬ লাইনুর রাস্তা’। আনোয়ারায় চোখ ধাঁধানো উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু টানেল সারাদেশের কাছে আনোয়ারাকে পরিচিত করেছে। লন্ডন নিউইয়র্কে ৩০ বছর আগে আমরা যা দেখেছি আনোয়ারা এখন সেই রকম।

সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে তিনি বলেন, ’৯১ সালে মানুষ ধানের শীষের কথা বলত। এখন তারাই বলছে ধানের শীষ মরণ বিষ। তারা বুঝে গেছে নৌকা থাকলে দুই বেলা পেট ভরে খেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। মন্ত্রী বলেন, আমি সবসময় আপনাদের সেবক হতে চেয়েছি। আমি আপনাদের অবিভাবক। আমার দরজা সবার জন্য খোলা, সবাই আমার আপন।

পটিয়া প্রতিনিধি জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, এলাকার মানুষদের সঙ্গে যারা জুলুমবাজ ও চাঁদাবাজি করবে তাদের বেঁধে রাখবেন। আমার নাম বিক্রি করে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল শুক্রবার দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মধ্যম শিকলবাহা হাঁড়ি মিয়া চৌধুরী জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসাইন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোগীতে জুলাইকে ছাড়াল আগস্ট
পরবর্তী নিবন্ধহাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার