আন্দোলনকারীদের সাথে আজ বসছেন বন্দর চেয়ারম্যান

বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদ স্কপের অবরোধ কর্মসূচির সাথে একাত্ম ৪৭ শ্রমিক সংগঠন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল, লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনকারীদের সাথে আজ সোমবার সকালে বৈঠক করবেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে গতকাল আন্দোলনকারী স্কপ এবং বন্দর রক্ষা পরিষদের নেতৃবৃন্দকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করবেন বলে সূত্র জানিয়েছে।

এদিকে স্কপের ২৬ নভেম্বর আহূত অবরোধ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাথে সংযুক্ত ৪৭টি শ্রমিক সংগঠন। গতকাল এসব সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সভায় বলা হয়, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার গোপন ও অস্বচ্ছ তৎপরতা, লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আহূত অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করা হয়েছে।

গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভা বিআরটিসি মার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা, সাধারণ সম্পাদক অলি আহামদ, আযম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, হারুন অর রশিদ, আলাউদ্দিন ফারুক, জহুর উল্লাহ, শাহ আলম হাওলাদার, নুর হোসেন, মোহাম্মদ শফি, মনসুর আলম, মোহাম্মদ ইউসুফ, দৌলত মিয়া, আহমদ হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমিন রনি, মোহাম্মদ একরাম, জাবেদ হোসেন, জরিফ আলী, আমির হোসেন, আলী আকবর, মোহাম্মদ আলী, কামাল উদ্দিন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রুবেল, জাকির হোসেন, সুমন, হাসান, শান্ত, রবিন, ইয়াকুব, আবদুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে একই দাবিতে বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে হালিশহর ওয়াপদা মোড় থেকে বড়পোল চত্বর, সল্টগোলা সিডিএ মার্কেট থেকে মাইলের মাথা এবং আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে থেকে বনানী পর্যন্ত এলাকায় অবস্থান ধর্মঘট ও মশাল মিছিল করা হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্দর রক্ষা পরিষদের উপদেষ্টা হাসান মারুফ রুমী বলেন, বন্দর চেয়ারম্যান সাহেব আমাদের সাথে বৈঠক করার আগ্রহ দেখিয়েছেন। আমরা যাব, উনার কথা শুনব। আমাদের দাবিগুলো মেনে নিলে তো আর আন্দোলনের দরকার হবে না। কিন্তু দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেওয়া হয়েছে
পরবর্তী নিবন্ধশাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত : জামায়াত