আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী ও শেখ হেলালের কন্যা শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ শাইরা দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন্সের টিজি৩২২ ফ্লাইটে চেকইন করলেও ইমিগ্রেশনে তাকে থামিয়ে দেয়া হয়। খবর বাসসের।

এ ব্যাপারে ব্যারিস্টার পার্থ বলেন, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তবে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। এখন কী করবেন জানতে চাইলে তিনি বলেন, আমি আইনের মানুষ। আইন আমার পেশা। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।

আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পরই ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শেখ হেলালের কন্যা হওয়ার কারণেই শেখ শাইরার গতি রোধ করা হয়।

উল্লেখ্য, শেখ শাইরা শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট২ আসন থেকে একই প্রতীকে নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধআম গাছের চূড়ায় কিশোরী, ৭ ঘণ্টা পর উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইইই বিভাগের ইন্ডাস্ট্রি সংযোগে নতুন মাইলফলক