আন্দরকিল্লা শাহী মসজিদ মার্কেটে আগুন, ৫ দোকান পুড়ে ছাই

আজাদী অনলাইন | শুক্রবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদ মার্কেটে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে প্রতিভা লাইব্রেরি ও ছালামিয়া লাইব্রেরি সহ বেশ কিছু দোকান। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ আগুন লাগে।

পরে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন নন্দনকানন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়রে স্টেশন অফিসার মোহাম্মদ আলী। তিনি আজাদীকে বলেন, কোত্থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মাইজভাণ্ডারের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধপাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫২