আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার উদ্যোগে ও তা’লিমুল কোরআন কমপ্লেক্সের ব্যবস্থাপনায় গত ২১ ডিসেম্বর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে দিনব্যাপী আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। তা’লিমুল কোরআন কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা আবু তৈয়ব এতে সভাপতিত্ব করেন। আমন্ত্রিত বিদেশি কারীদের মধ্যে উপস্থিত ছিলেন ছামির আনতার মুসাল্লাম (মিশর), সালাহ মুহাম্মদ সোলাইমান (মিশর), রজাঈ আইয়ুব (তানজানিয়া), ঈদী শাবান (তানজানিয়া)। অতিথি ছিলেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মো. কামাল উদ্দিন প্রমুখ। মাহফিলে মহামারি করোনাভাইরাস, ডেঙ্গু জ্বর, ভূমিকম্পসহ সকল বিপদ থেকে সকল মানবজাতির মুক্তির কামনায় দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।