চুরি করা নগদ এক লক্ষ ৭৩ হাজার টাকাসহ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে খাতুনগঞ্জ নবী সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মোঃ কাউছার হোসেন কাউছার (২৭)।
অভিযানে নেতৃত্বদানকারী কোতোয়ালী থানার এসআই রবিউল আজাদীকে বলেন, গত ৩১ জানুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে কোতোয়ালী থানাধীন ১০৩ আন্দরকিল্ল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় চৌধুরী লাইব্রেরি নামক দোকানের ভেতর ঢুকে অজ্ঞাতনামা চোর ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ ১,৭৩,০০০টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় অনুপ কুসুম চৌধুরী বাদী হয়ে থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে কাউছারকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া টাকা উদ্ধার করে।