নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা জামে মসজিদ শপিং কমপ্লেক্সের বই মার্কেটের ‘প্রতিভা লাইব্রেরি’ নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিভা লাইব্রেরির মালিক জানিয়েছেন, আগুনে বইপত্র ও অন্যান্য জিনিসপত্রসহ কোটি টাকার ক্ষতি হয়েছে তার। গতকাল দুপুরে প্রতিভা লাইব্রেরির ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সড়কের উপর পোড়া বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দোকানের ভিতর থেকে আসছে ধোঁয়া। পোড়া বইয়ের মাঝ থেকে দেখে দেখে ভালো বইগুলো সরিয়ে নিচ্ছেন দোকানের কয়েকজন কর্মী।
প্রতিভা লাইব্রেরির মালিক সুমন চৌধুরী জানান, সামনে বেচাবিক্রির মৌসুম। তাই কিছুদিন আগে দোকানে নতুন বই তুলেছেন। আগুনে তার সব শেষ হয়ে গেল। আগুনে বই ও আসবাবপত্র মিলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের সুইচবোর্ডের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।