ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়তুল ফালাহ্ মসজিদ ও কমপ্লেক্সের সংস্কার ও পুনঃনির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। প্রধানমন্ত্রী স্ব–উদ্যোগে ৬৪ জেলায় ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। বতর্মান সরকার ঢাকা–চট্টগ্রামসহ ৬৪ জেলায় বহু উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সহযোগিতাসহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসন চট্টগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জমিয়তুল ফালাহ্ মসজিদ ও কমপ্লেক্সের উন্নয়ন সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, সিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) ফয়সল মাহমুদ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার (অপারেশন) নেসার উদ্দিন আহমদ। ফিল্ড সুপারভাইজার মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান। বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ, নির্বাহী প্রকৌশলী গর্ণপূর্ত বিভাগ সার্কেল–১ রাহুল গুহ, জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দিন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী প্রমুখ।