আন্দরকিল্লা ওয়ার্ড গ-ইউনিট আওয়ামী লীগের অভিষেক

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

আন্দরকিল্লা ওয়ার্ড গ ইউনিট আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গ ইউনিট আ.লীগের সভাপতি জসিম উদ্দীন আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় কুমার চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আ.লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী। প্রধান বক্তা ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ওয়ার্ড আ.লীগের সিনিয়র সহ সভাপতি মঞ্জুর হোসেন, সহ সভাপতি রতন আচার্য, দিদারুল আলম, ননী গোপাল চঞ্চল, তারেক হায়দার বাবু, সলিল চৌধুরী, মো. ইসহাক, জাহাঙ্গীর খান, মিলন চক্রবর্তী, শফিউল আলম মুরাদ, জসিম উদ্দীন, বিপ্লব চৌধুরী প্রতাপ, তপতি সরকার, সাজু বিশ্বাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আনিস আহমদ, তানভির হাসান, এফ আর জুবায়ের, আখতারুজ্জামান সোহেল, মিঠুল দাশ, আনোয়ার পারভেজ। সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় নেতা এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, বঙ্গবন্ধুর সত্যিকার সোনার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। ইউনিট আওয়ামী লীগকে ওয়ার্ড আওয়ামী লীগের সাথে সমন্বয় করে গতিশীলতার সাথে সংগঠনের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদার কিছু হলে দায় নিতে হবে সরকারকে : অলি
পরবর্তী নিবন্ধদুই প্রতিষ্ঠান ও ১৪ ব্যক্তিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা