প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উন্নয়ন প্রকল্পের’ অংশ হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মাধ্যমে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডে মাজার শরীফ ও মন্দির উন্নয়নের জন্য গত ২৮ জুন অনুদান প্রদান করা হয়েছে। রাজাপুর লেইন দুর্গা মন্দির পূজা উদযাপন মৈত্রী সংসদকে ১ লাখ টাকা ও হযরত সৈয়দ মিরজান শাহ্ (রা.) মাজার শরীফকে ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।
এ সময় উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. মনজু, মো. দিদারুল আলম, বাদল মিত্র, দীপক কান্তি দে, প্রণব মিত্র, মৃদুল দে, মো. আলী, মো. আনু আহমদ, নিউটন দেব ববি, বলই রাম চক্রবর্তী, তাপস দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।