জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গত ১৮ জুন সমাপনী দিনে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের আনসার ক্লাবে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।
তিনি বলেন, ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও মৃত্যু ঝুঁকি কমায়। এসময় উপস্থিত ছিলেন আরবান জোনাল অফিসার সাধন বড়ুয়া, জাহানারা বেগম ও শিপ্রা দাশ প্রমুখ।