আন্দরকিল্লা ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার

কমিউনিটি পুলিশের সভা

| সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের কমিউনিটি পুলিশের মাসিক সভা গত ১৩ ফেব্রুয়ারি পুরাতন গীর্জাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আব্দুল হান্নান বাবু।
এসময় বক্তারা বলেন, আন্দরকিল্লা ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইদানিং এলাকায় পকেট মারের উপদ্রব, বহিরাগত কিছু যুবকের আড্ডা এবং মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়টি লক্ষ্য করা যায়। মাদক যুব সমাজকে ধ্বংস করে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে।
সভায় বক্তব্য রাখেন সাব ইন্সপেক্টর মো. মনজুরুল আলম ভূঁইয়া, ডা. চন্দন দত্ত, মুহাম্মদ জসিম উদ্দিন, ডা. রতন চক্রবর্তী, সৈয়দ মোস্তফা ইয়াছিন, সাইফুল ইসলাম, যীশু বর্ণিক, প্রাণতোষ ধর, মো. শাহাজাহান, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, মো. রফিকুল ইসলাম, শবনম মোস্তারী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়াতে সুধী সমাবেশ
পরবর্তী নিবন্ধগায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে বিএনপি: কাদের