নগরীর আন্দরকিল্লা মোড়ের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দরকিল্লা মোড়ের পশ্চিম পাশের একটি পান সিগারেটের দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
নন্দনকানন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট পাঠায়। কিন্তু ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যাওয়ার আগে উপস্থিত জনতা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।