নগরীর আন্দরকিল্লাস্থ গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতার আবির্ভাব তিথি উপলক্ষে গীতাজয়ন্তী উৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানসূচিতে ছিল– সমবেত গীতাপাঠ, কুইজ প্রতিযোগিতা, সংগীতাঞ্জলি, গীতাদান, শিক্ষাসামগ্রী প্রদান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। প্রতিষ্ঠানের পরিচালক বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণীর সার্বিক তত্ত্বাবধানে ও নারী সংগঠক ঊষা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উত্তম কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন কবি ও শিল্পী বনানী শেখর রুদ্র। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পিয়ালী তালুকদার দাশ ও সমাজসেবী বাবলু দাশ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাগিশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী (মানিক), সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, কোতোয়ালী থানা সংসদের সভাপতি অনুপম বিশ্বাস, সাধারণ সম্পাদক তুর্জয় দাশ। পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন গীতাপ্রশিক্ষক শর্মিলা দে, কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, প্রিয়ন্তী দাশ, মৃত্তিকা দেওয়ানজী ও প্রাচী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।










