নগরীর আন্দরকিল্লায় গীতাধ্বনী বিদ্যা মন্দিরের অভিভাবক সমাবেশ, শিক্ষাসামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ত্রিদিব দাশ। প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ গোসাইলডাঙ্গা দুর্গা মন্দির কমপ্লেক্সের সভাপতি নির্মল কান্তি দেবনাথ লিটন। প্রধান বক্তা ছিলেন অনাথ সংহতি’র সাধারণ সম্পাদক এপোলো বিশ্বাস। সংবর্ধিত অতিথি ছিলেন পরমাণু ভট্টাচার্য্য, সঞ্জীব দেব সমু, সুমন চৌধুরী, রিংকু দাশ, বিশ্বজিৎ মজুমদার, কুমার বিশ্বাস ও কাজল পাল। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক বিপ্লব আচার্য্য, স্নিগ্ধা আচার্য্য, নৃত্য পরিচালক সঙ্গীতা ভট্টাচার্য্য ও শিক্ষক অনুরূপা চৌধুরী।
আরো বক্তব্য রাখেন সংগঠক টিটু মল্লিক, বাপ্পা দাশ, কনিকা চৌধুরী, চুমকী চৌধুরী, আরাধ্যা দে, সান্তনা দাশ, প্রাচী চৌধুরী। অনুষ্ঠানে ধর্মানুরাগী মীনা দে, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত ও সৈকত মহাজন সাজুর সৌজন্যে শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ব্যাগ, উত্তরীয় ও খাবার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।