কর্ণফুলীর বড়উঠানে অনুষ্ঠিত হয়ে গেলো আন্ত-ডাকপাড়া অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ডাকপাড়া রাইজিং স্টারকে ট্রাইবেকারে পরাজিত করে ডাকপাড়া সেভেন স্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (১৭ জানুয়ারি) ডাকপাড়া মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন বড়উঠান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) সাজ্জাদ খাঁন সুমন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ কাইছার। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও ডাকপাড়া ক্রীড়া পরিষদের সিনিয়র সদস্য মো: ইফতেখার উদ্দিন খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকপাড়া ক্রীড়া পরিষদের সিনিয়র সদস্য ওয়াহিদুর রহমান খান, ফখরুল আবেদীন খান জিকু, এমদাদুল্লাহ খান রিহাদ, সাইফুল্লাহ মহিউদ্দিন মানিক, সাইফুল ইসলাম, মিজানুর রহমান খান, মহিউদ্দিন খান, আরিফ মহিউদ্দিন, সাহেদুল ইসলাম সবুজ, আজাদ খান, সাংবাদিক মো. মহিউদ্দিন।
আয়োজকরা বলেন, এলাকার তরুণ যুবকদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও এলাকাবাসীর মধ্যে আনন্দ ফিরে আসবে। এছাড়া খেলাধুলার মাধ্যমে এলাকার তরুণ সমাজ মাদক ও অসামাজিক কাজ থেকে দূূরে থাকবে।
ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নুসরাত হোসেন তরু এবং তার দুই সহকারী ছিলেন আবুল কালাম ও মোহাম্মদ সাজ্জাদ। ডাকপাড়া ক্রীড়া পরিষদ এ টুর্ণামেন্টের আয়োজন করেন।
এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। ডাকপাড়া এলাকার ৬টি দল নিয়ে শুরু হয়েছিল এই আন্ত ডাকপাড়া ফুটবল টুর্ণামেন্ট।