আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন কাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

হেপাটোলজি বা লিভার রোগ চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি’এই প্রতিপাদ্যকে ধারণ করে কাল ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম বার্ষিক আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলন। অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশের (এএসএলডিবি) উদ্যোগে সম্মেলনের কোহোস্ট হিসেবে থাকছে হেপাটোলজি সোসাইটি ঢাকা। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক ভবনের মিনি কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এএসএলডিবির সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মাহমুদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, লিভার রোগ চিকিৎসা ও গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে নগরীর রেডিসন ব্লু’তে এই সম্মেলনটি আয়োজিত হতে যাচ্ছে। দিনব্যাপী এই সম্মেলনে লিভার রোগ ব্যবস্থাপনায় আধুনিক চিকিৎসা পদ্ধতি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরা হবে। সম্মেলনে হেপাটাইটিস বি ও সি, লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার ও লিভার প্রতিস্থাপনসহ ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশিবিদেশি বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করবেন। এর মধ্যে ভারতের ২ জন, পাকিস্তান ও নেপালের একজন করো মোট ৪জন বিদেশী ও ৮জন বাংলাদেশী বিশেষজ্ঞ তাদের বক্তব্য উপস্থাপন করবেন। সম্মেলনে হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্ট্রোরোলজিস্ট, সার্জন, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগন ছাড়াও পোষ্ট এ্যাজুয়েট ট্রেইনী চিকিৎসকগন অংশগ্রহণ করবেন। বৈজ্ঞানিক কর্মসূচির মধ্যে থাকবে প্লেনারি সেশন, সিম্পোজিয়াম, ও প্যানেল আলোচনা। এই সম্মেলনের মাধ্যমে চিকিৎসা বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং লিভার রোগ ব্যবস্থাপনায় টেকসই দক্ষতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। পাশাপাশি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হেপাটোলজি ক্ষেত্রে অগ্রগতি ও সক্ষমতা তুলে ধরা হবে।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধকমরেড আহসান উল্লাহ চৌধুরী ছিলেন গণমানুষের নেতা