আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

মানুষের জীবনের কোনো ঘটনাই অর্থহীন নয়। চলচ্চিত্র সেই অর্থটাই খুঁজে বের করে। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে গতকাল বুধবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, নির্মাতা অমিতাভ রেজা, চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ, উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন এবং বিভাগীয় উৎসব আহ্বায়ক তানজীল রশীদ।
উদ্বোধন শেষে প্রদর্শিত হয় বাংলাদেশী চলচ্চিত্র ‘কাঁঠাল’ এবং ভারতের চলচ্চিত্র ‘পাঠশালা’। সকাল ১০টা ও দুপুর ২টায় ছিল চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিটি প্রদর্শনী স্কুল কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল। এছাড়া বিকেল ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে কর্মশালা পরিচালনা করেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
আজ সকাল ১০টা ও দুপুর ২টায় চলচ্চিত্র প্রদর্শনী রয়েছে। উৎসবের সকল প্রদর্শনী শিশুসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক সম্প্রীতি ব্যতীত কোনো দেশের অগ্রগতি সম্ভব নয়
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে দা‘ওয়াহ এডুকালচারাল উইক সম্পন্ন